আমরা আমাদের আশেপাশে এইরকম দৃশ্য প্রায়ই দেখি যে কোনো শিশু খুব অস্থির, সে শপিংমল এর সব কিছু ফেলে দিচ্ছে কারো কথা মনোযোগ দিয়ে শুনছে না অথবা রেস্টুরেন্ট গিয়ে কিছুতেই বসে থাকতে চাইছে না। খুব সাধারণ ঘটনা বলে আমরা কেউ ঘটনাগুলোতে এত দৃষ্টিপাত করি না কিন্তু হতে পারে শিশুটির Attention deficit hyperactivity disorder(ADHD) রয়েছে। শুধু শিশু না প্রাপ্তবয়স্কদের ADHD থাকতে পারে। চলুন জেনে নেয়া যাক ADHD কী।
ADHD কী?
Attention deficit hyperactivity disorder (ADHD) হল এমন একটি স্নায়ুবিক বিকাশ জনিত সমস্যা যার ফলে ব্যক্তি অমনোযোগী আচরণ (Inattention) এবং শারীরিক ভাবে অতি সক্রিয় আচরণ (Hyperactivity) করে। ADHD তে আক্রান্ত শিশুর মস্তিষ্কের বিকাশ ও কার্যকলাপ সাধারণ শিশু থেকে আলাদা হয়। তাই আক্রান্ত শিশু কিছু অযাচিত আচরণ প্রকাশ করে। আসুন ADHD এর লক্ষণ গুলো বিস্তারিত জেনে নেই।
অমনোযোগী আচরণ (Inattention)
এ সকল আচরণ এর মধ্যে রয়েছে –
- অমনোযোগী হবার কারনে যে সকল কাজে ভুল হবার কথা না সেই কাজে ও ভুল হওয়া ।
- স্কুল বা বাসায় নির্দেশনা ঠিকমতো বুঝতে না পারা।
- কোন কাজ নির্ধারিত সময় শেষ করতে না পারা। যেমনঃ খুব মনোযোগ দিয়ে কাজ শুরু করলেও কিছুক্ষণ পর আগ্রহ হারিয়ে ফেলায় কাজ শেষ করতে না পারা।
- নিজের প্রয়োজনীয় জিনিস যেমনঃ রাবার, পেনসিল হারিয়ে ফেলা।
- যে সকল কাজে মানসিক দক্ষতা প্রয়োজন যেমনঃ অংক করতে অসুবিধা হওয়া।
- খেলাধুলা করার সময় বা অন্যদের কথা শোনার সময় অন্যমনস্ক হয়ে পরে।
- দৈনন্দিন কাজের কথা ভুলে যাওয়া।
অতি সক্রিয় আচরণ (Hyperactivity)
এ সকল আচরণ এর মধ্যে রয়েছে
- মনের অজান্তেই হাত-পা নাড়ানো
- এক জায়গাতে বেশিক্ষণ বসে থাকতে না পারা। যেমনঃ রেস্টুরেন্ট এ বসে থাকতে না চাওয়া।
- Turn taking বুঝতে না পারা। যেমনঃ এক জন কথা শেষ করার আগে কথা বলতে থাকা।
অমনোযোগী আচরণ ও অতি সক্রিয় আচরণ, এই দুই ধরনের লক্ষণ এক সাথে অথবা আলাদা আলাদা উপস্থিত থাকতে পারে। পরবর্তীতে যা শিশু ও ব্যক্তির সামাজিক ও প্রাতিষ্ঠানিক কাজে ব্যাঘাত ঘটায়।
ADHD এর কারণ
বিজ্ঞানীরা এখনও ADHD এর নিদিষ্ট কারন নিশ্চিতভাবে জানতে পারেন নি। জিন ও পরিবেশগত দুই কারণেই ADHD হতে পারে বলে ধারনা করা হয়। গবেষণায় জানা যায়, পিতা কিংবা মাতার ADHD থাকলে ৫০% সম্ভাবনা থাকে তাদের সন্তানের ADHD হবার। মা যদি গর্ভাবস্থায় বিনা পরামর্শে ঔষধ সেবন করেন বা ধূমপান করেন অথবা প্রচণ্ড হতাশায় থাকে্ন তাহলেও শিশুর ADHD হতে পারে। এমনকি জন্মের সময় মস্তিষ্কের আঘাতের কারনে ও এটি হতে পারে।
রোগ নির্ণয়
ADHD এর লক্ষনগুলো প্রত্যেক শিশুর মধ্যে কম বেশি দেখা যায় তাই বলে সব শিশুর ADHD আছে তা নয়। কারো ADHD আছে কিনা তা জানার জন্য আমাদের DSM-5 এর মানদণ্ড অনুযায়ী কিছু বিষয় মাথায় রাখা দরকার।
বয়সঃ কিছু লক্ষণ (Inattention, Hyperactivity) অবশ্যই ১২ বছরের পূর্বে প্রকাশ পাবে।
ব্যাপ্তিঃ লক্ষন কম পক্ষে ৬ মাস স্থায়ী হবে।
মাত্রাঃ লক্ষণগুলো সমবয়সীদের থেকে আক্রান্তদের মধ্যে বেশি মাত্রাই প্রকাশ পাবে।
প্রভাবঃ লক্ষণগুলো সামাজিক ও প্রাতিষ্ঠানিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে।
Currently, I am a student of Communications Disorders at Dhaka University. My subject of study really inspired me to work with disorders. By performing this I can bring happiness to some of the people who undergo from a disastrous situation.