Journal of intellectual disability research
Volume-64, Issue -1, January 2020
Physical inactivity among parents of children with and without down syndrome: the national health interview survey
ডাউন সিনড্রোম আছে এমন সন্তানের পিতা-মাতারা নিউরোটিপিক্যাল বাচ্চাদের পিতা-মাতাদের তুলনায় বেশি অলসতা করেন।
একটি কথা প্রচলিত আছে যে যারা শারীরিক পরিশ্রম কম করেন তাদের সন্তানদের মধ্যে বিভিন্ন শারীরিক এবং স্নায়ুবিক বৈকল্য বেশি দেখা যায়। এই হাইপোথিসিস এর সত্যতা যাচাইয়ের জন্য আমেরিকান হেলথ ন্যাশনাল সার্ভের উপর ভিত্তি করে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে JIDR এর ৬৪তম ভলিউমে। এই গবেষণায় ডাউন সিনড্রোম (ইন্টেলেকচুয়াল ডিজাবিলিটিসহ) আছে এমন সন্তানের পিতা-মাতা এবং এরকম কোনো বৈকল্য নেই এরকম পিতা-মাতার শারীরিক পরিশ্রম এর তুলনা করা হয়েছে। গবেষণার তথ্যসংগ্রহ পদ্ধতি হিসেবে ২০০৫-২০১৬ পর্যন্ত গৃহীত পার্সন টু পার্সন সাক্ষাৎকার ব্যবহৃত হয়েছে।
গবেষণার ফলাফল বলছে ডাউন সিনড্রোম শিশুর পিতা-মাতারা নিউরোটিপিক্যাল শিশুর পিতা-মাতার চেয়ে ৫১ শতাংশ কম শারীরিক পরিশ্রম করেন। এখানে আরো উল্লেখ করার বিষয় হলো ডাউন সিনড্রোম নয় কিন্তু অন্য কোনো বৈকল্য আছে এরকম বিশেষ শিশুর পিতা-মাতার চেয়েও ডাউন সিনড্রোম পিতা-মাতার অলসতা ৫৬ শতাংশ বেশি। এছাড়াও কোনো লো ফাংশনিং ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার আছে এমন বাচ্চাদের পিতা-মাতার সাথে পরিশ্রমের অনুপাত (১: ১.৫৮), হাই ফাংশনিং ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার আছে এমন সন্তানের পিতা-মাতার সাথেও আছে ডাউন সিনড্রোম সন্তানের পিতা-মাতার পরিশ্রমের কমতি যার অনুপাত (১:১.৪৬)।
এই গবেষণা অনুযায়ী এটি পরিষ্কার যে তুলনামূলক শারীরিক পরিশ্রম কম করার প্রবনতা ডাউন সিনড্রোম পিতা-মাতার মধ্যে বেশি (প্রায় ৫০ শতাংশ)। এই গবেষণাপত্রে একটি সুপারিশ খুব জোরালোভাবে করা হয়েছে মানুষের মাঝে জাতীয় এবং সমাজভিত্তিক শারীরিক পরিশ্রম (দিনে কমপক্ষে দশমিনিট এমন কাজ করা যাতে মৃদু মাত্রার ঘাম বের হয়) করতে উৎসাহিত করা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য (Communication Disorders) বিভাগের সম্মান শ্রেণীতে পাঠগ্রহন চলছে। প্রতিবন্ধকতা, সীমাবদ্ধতা, যোগাযোগ বৈকল্য বিষয়ক তাত্ত্বিক এবং প্রায়োগিক দিক নিয়ে নিয়মিত লেখালেখি করছি। উদ্ভাবনী গবেষণামূলক দৃষ্টিভঙ্গি এবং সামাজিক পরিবর্তনের প্রত্যক্ষ পর্যবেক্ষণ থেকে চিন্তাকে ভাষায় রূপ দেয়ার চেষ্টায় নিয়োজিত।